tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৪ জানুয়ারী ২০২৪, ১৬:১৯ পিএম

ভো‌টের অগ্রগ‌তি জানা‌তে বি‌দে‌শি দূত‌দের ব্রিফিং কর‌ছে ই‌সি


নির্বাচন

বাংলা‌দে‌শে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভো‌টের অগ্রগতি নি‌য়ে ব্রিফ কর‌ছে নির্বাচন কমিশন (ই‌সি)।


বৃহস্পতিবার (৪ জানুয়া‌রি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বি‌দে‌শি দূত‌দের ব্রিফ করছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

ব্রিফিংয়ে পররাষ্ট্র-স‌চিব মাসুদ বিন মো‌মেন এবং ইসির অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত র‌য়ে‌ছেন।

এছাড়াও ঢাকায় নিযুক্ত চীন, রাশিয়া, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রতিনিধি কূটনীতিক ছাড়াও জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৮ রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলে ১৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯৯ আসনে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

এসএম