মিঠাপুকুরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৪
Share on:
রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী আদর্শ পাড়া রয়েল হেলথ হাসপাতাল সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ফেনসিডিল এবং গাঁজাসহ চারজনকে আটক করে বগুড়া র্যাব-১২ স্পেশাল ক্যাম্প।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে একটি টয়োটা নোয়াহ গাড়ীর গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৩৮৪ বোতল ফেন্সিডিল এবং ১৫.২ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব ১২।
আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা থানার বাজগ্রামের মো. তবারক আলীর ছেলে মো. মজিদুল ইসলাম (২৭) এবং ওই থানার সিঙ্গিমারী এলাকার মো. মতিয়ার রহমানের ছেলে মো. নুরুজ্জামান (৩২) ও একই থানার ডানকুবুরি এলাকার শ্রী ধনেশ্বর রায়ের ছেলে বিপ্লব রায় (২২) এবং রংপুরের কোতয়ালী থানার কেরানীপাড়ার মো. আব্দুল মান্নানের ছেলে মো. মাইদুল ইসলাম (৩৭)।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় । মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এনএইচ