tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৫ পিএম

কুষ্টিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ


WhatsApp Image 2024-09-14 at 15.31.02

কুষ্টিয়ায় মো. এবাদত আলী নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগে স্থানীয় আওয়ামী যুবলীগের ক্যাডার রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।


অভিযোগ সূত্রে জাা গেছে, কুষ্টিয়া সদর এলাকার মোল্লাতেঘোরিয়া গ্রামের বাসিন্দা মো. এবাদত আলী (৬৭) শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধার পর স্থানীয় ওষুধের দোকানে ঔষধ কিনতে যায়। সেখানে স্থানীয় আওয়ামী যুবলীগের ক্যাডার খ্যাত রাসেল (৪৫), রাকিব (৪২), শরীফ (৩৮), অন্য আরোও দুই জন পথিমধ্যে আটকে রেখে মুখে সুপার গ্লু আঠা লাগিয়ে বাধবাজারের রাস্তায় পাশে হাত পা বেধে বুকের ওপর বসে গলাকেটে হত্যার চেষ্টা করে। তখন আশ-পাশের মানুষ দেখে ফেলায় দুবৃর্ত্তরা সেখান থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

তাদের দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধা এবাদত আলীর শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়। আঘাতের পর পড়ে থাকতে দেখে স্থানীয়রা চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করায়।

উল্লেখ্য, এর আগে রাকিব ও রাসেল আরো একাধিকবার এবাদত আলীর উপর রামদা দিয়ে হামলা চালায়। তাদের নামে বিস্ফোরক আইনে মামলাও রয়েছে।

এমএইচ