আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১ এএম
শনিবার রাজমুকুট পরবেন চার্লস
Share on:
শনিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের রাজমুকুট পরবেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাকিংহাম প্রাসাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বাকিংহাম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় অ্যাসেশন কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন রাজা তৃতীয় চার্লস।
এই কাউন্সিল রাজকীয় উত্তরাধিকার মনোনয়নের বিষয়টি দেখভাল করে থাকে। বেলা ১১টার দিকে সেন্ট জেমস প্রাসাদের বারান্দা থেকে জনসম্মুখে শাসনভার হস্তান্তরের বিষয়টি ঘোষণা করবে কমিটি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান। এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি।
তাই স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে।
এইচএন