tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ১৫:৪২ পিএম

ঢাকায় হালকা বৃষ্টি


rain-1-20240314145535 (1)

চলতি গ্রীষ্ম মৌসুমে রাজধানী ঢাকায়ও বৃষ্টির দেখা মিলেছে।


বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। সকালের দিকেও দু-এক ফোঁটা বৃষ্টি পড়েছে রাজধানীর কোথাও কোথাও।

তবে দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। ঘড়ির কাঁটা দুইটা পেরোতে না পেরোতেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। রমজান মাস হওয়ায় রোজাদারদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে এসেছে ফাল্গুন শেষের এ হালকা বৃষ্টি।

তবে বৃষ্টির কারণে পথে-ঘাটে নগরবাসী পড়েন ভোগান্তিতে। দুপুর আড়াইটার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টিতে প্রবণতা আগামী কয়েক দিন থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এমএইচ