tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২২, ২১:৪৯ পিএম

তানজানিয়ায় ৪৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত : নিহত ১৯


987

তানজানিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে প্রিসিশন এয়ারের ওই বিমানটি ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়। খারাপ আবহাওয়ার মধ্যেই বিমানবন্দরে অবতরণ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্লেনটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। তবে এরই মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

সেখানের আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট ও দুই কেবিন ক্রুসহ ৪৩ জন ছিলেন।

জানা গেছে, প্লেনটি বাণিজ্যিক রাজধানী দার-এস-সালাম থেকে ছেড়ে যায়। এরপর বুকোবাতে ঝড় ও ভারি বৃষ্টির কারণে সকালের দিকে ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়।

কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে বলেন, আমরা বেশ কয়েকজনকে বাঁচাতে পেরেছি।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লেনটির অধিকাংশই লেকের পানিতে ডুবে গেছে। শুধু প্লেনের পেছনের অংশ পানির ওপরে রয়েছে।

এন