বেপরোয়া এনা পরিবহন, সেই চালককে আটক করেছে র্যাব
Share on:
রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কে বেপরোয়া এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় সেই বাসটির চালককে আটক করা হয়েছে।
রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কে বেপরোয়া এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় সেই বাসটির চালককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেই বাস চালককে মহাখালী বাস টার্মিনাল থেকে র্যাব আটক করেছে। বিস্তারিত র্যাব জানাবে।
এর আগে আজ সকালে খিলক্ষেতে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।
খিলক্ষেত থানার এসআই সাবরিনা রহমান বলেন, এনা পরিবহনের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়।
ডিভাইডার ভেঙে ওপরে উঠে যাওয়ায় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসের ওপর পড়ে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
এইচএন