হাইড্রো ইকোপার্কে বৃক্ষ ও প্রাণী হাসপাতাল করবো: মেয়র আতিক
Share on:
রাজধানীর কল্যাণপুরে রিটেনশন পন্ডের উদ্ধার করা জমিতে হাইড্রো ইকোপার্কের পাশাপাশি বৃক্ষ এবং প্রাণী হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৯ আগস্ট) কল্যাণপুরে রিটেনশন পন্ডের উদ্ধার করা জমি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, এখানে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে অবৈধ দখল ছিল। আমরা অবৈধ দখল উচ্ছেদ করে অনেকাংশ উদ্ধার করেছি। বাকি সব অবৈধ দখল উচ্ছেদ করে হাইড্রো ইকোপার্ক নির্মাণ করবো। এখানে ইকোপার্কের পাশাপাশি বৃক্ষ হাসপাতাল ও প্রাণী হাসপাতাল নির্মাণ করা হবে। দ্রুতই কার্যক্রম শুরু হবে।
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমদাদুল হক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী প্রমুখ।
এমআই