tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০১ অগাস্ট ২০২৩, ২০:৪৫ পিএম

জামালপুরে মহিলা মাদ্রাসায় হামলা


8

জামালপুরে আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মহিলা শাখায় হামলা ও ভাঙচুর করেছে সাবেক বিএনপির যুগ্ন সম্পাদক মিলন আনসারী।


মঙ্গলবার (১ আগস্ট) সকালে শহরের শহীদ হারুন সড়কের চামড়াগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: হাসান আলী বলেন, সকালে মিলন আনসারী আতর্কিত হামলা চালিয়ে মহিলা শাখার টিনের বাউন্ডারী ভাঙচুর শুরু করে।

ভাঙচুরের এক পর্যায়ে লাঠি নিয়ে মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে আমাদের মারতে তেড়ে আসে। স্থানীয় মুসুল্লিরা সন্ত্রাসী মিলন আনসারীর হাত থেকে আমাদের রক্ষা করেন।

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ডা: আহমদ ইউনুস বলেন, বিনা কারনে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুরকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মো: মোফাজ্জল হোসেন বলেন, মাদ্রাসার উপর হামলা চালিয়ে আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। হামলাকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

অভিযোগ বিষয়ে মিলন আনসারী বলেন, রাতে বাড়ি ফেরার পথে মাদ্রাসার টিনের বাউন্ডারীর সাথে আমার গাড়ী ধাক্কা খায়। আমি রাগান্বিত হয়ে মাদ্রাসার টিনের বেড়া ভাঙচুর করেছি। সেটা আমার ভুল হয়েছে।

এ ব্যপারে মাদ্রাসার সাধারন সম্পাদক ডা: আহম্মদ ইউনুস বাদি হয়ে মিলন আনসারীসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এন