আফগানিস্তানের পুঁজি ১২৫ রান, নিউজিল্যান্ডে ঝুলছে ভারত
Share on:
নিউজিল্যান্ড জিতলে বিশ্বকাপ শেষ হয়ে আফগানিস্তান ও ভারতের। আর কিউইরা হারলে সেমিতে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে এ দুই দলেরই। এমন জটিল সমীকরণের ম্যাচে আফগানিস্তানসহ ভারতকে বিদায় করে দেওয়ার সুবর্ণ সুযোগ এখন নিউজিল্যান্ডের সামনে।
আবুধাবির জায়েদ স্টেডিয়ামে লড়ছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। তবে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে তিনটি দলের ভাগ্য।
নিউজিল্যান্ড জিতলে বিশ্বকাপ শেষ হয়ে আফগানিস্তান ও ভারতের। আর কিউইরা হারলে সেমিতে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে এ দুই দলেরই।
এমন জটিল সমীকরণের ম্যাচে আফগানিস্তানসহ ভারতকে বিদায় করে দেওয়ার সুবর্ণ সুযোগ এখন নিউজিল্যান্ডের সামনে।
আগে ব্যাট করে ১২৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। ম্যাচটি জিততে কিউইদের চাই ১২৫ রান। তা করতে পারলে আফগানিস্তানের পাশাপাশি বিদায়ঘণ্টা বাজবে ভারতেরও।
চলতি আসরের আগের ম্যাচগুলোতে সাহসী ব্যাটিং করা আফগানিস্তান আজ যেন ছিল খোলসবন্দী।
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য ছিল কিউই বোলারদের। পুরো ইনিংসে ৫৪টি বলই ছিল ডট। একমাত্র বাঁহাতি ব্যাটার নাজিবউল্লাহ জাদরানই যা একটু পাল্টা আক্রমণ করেছেন।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।
ব্যাট করতে নেমে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি টপঅর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লে'তেই হারিয়ে ফেলে তিন উইকেট।
আগের চার ম্যাচের প্রতিটিতে পাওয়ার প্লে'র ছয় ওভারে ৪৫'র বেশি রান করেছিল আফগানিস্তান। কিন্তু আজ কিউইদের বিপক্ষে প্রথম ছয় ওভারে তারা করতে পেরেছে ৩ উইকেটের বিনিময়ে মাত্র ২৩ রান।
ছয় ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ শাহজাদ।
ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন অ্যাডাম মিলনে। উইকেটের পেছনে ডেভন কনওয়ের দুর্দান্ত ক্যাচে বিদায়ঘণ্টা বাজে ১১ বলে ৪ রান করা শাহজাদের।
ট্রেন্ট বোল্টের করা পরের ওভারে জাজাই আউট হন মাত্র ২ রান করে। পাওয়ার প্লে'র শেষ ওভারের প্রথম বলে গুরবাজকে বোকা বানিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন টিম সাউদি। এ তরুণ ডানহাতি ব্যাটার নয় বল খেলে করতে পেরেছেন মাত্র ৬ রান।
চতুর্থ উইকেটে ৩৭ রান যোগ করেন নাজিবউল্লাহ ও গুলবদিন নাইব। ইনিংসের দশম ওভারের শেষ বলে দলীয় ৫৬ রানের মাথায় সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৫ রান করেন গুলবদিন। অধিনায়ক মোহাম্মদ নবির ব্যাট থেকে আসে ২০ বলে ১৪ রান।
একার লড়াইয়ে দলের প্রায় ষাট শতাংশ রান একাই করেন নাজিব। ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৩ রান করেন তিনি।
যেখানে ছিল ছয়টি চার ও তিনটি বিশাল ছয়ের মার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৪ রানে থামে আফগানিস্তান।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে তিন উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ডানহাতি পেসার টিম সাউদির শিকার দুই উইকেট।
এছাড়া ইশ সোধি, জিমি নিশাম ও অ্যাডাম মিলনে নিয়েছেন একটি করে উইকেট।
এইচএন