tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ এএম

হোয়াইটওয়াশ স্বপ্নে বাধা বৃষ্টি, ব্যাট করার সুযোগ পাবে তো বাংলাদেশ?


paakistaan

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। টেস্ট ফরম্যাটে কখনো পাকিস্তানকে হারাতে না পারা বাংলাদেশ এখন দেখছে স্বাগতিকদের ধবলধোলাইয়ের স্বপ্ন। যদিও সে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে বৃষ্টি।


চতুর্থ দিনের খেলা ভেস্তে যাওয়ার আগে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও জাকির হাসানের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৪২ রান।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পঞ্চম দিনে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান। উইকেট অক্ষত আছে সবকটি। অবশ্য বৃষ্টিতে পঞ্চম দিন ভেস্তে গেলে সেই আশা আর পূরণ হবে না শান্তদের।

এ অবস্থায় বেশ চাপে আছে পাকিস্তান। ম্যাচ হারের চেয়ে বৃষ্টিতে ড্র হয়তো বেশি পছন্দ করবে তারা। এ অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেরই

ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, আজ কেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া? বৃষ্টির জোরাল সম্ভাবনা নিয়েই টেস্ট শুরু হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম দিনে গড়ায়নি কোনো বল। মাঝে আবহাওয়া খেলার অনুকূলে থাকলেও চতুর্থ দিন বিকেলে পুরো সেশন পরিত্যক্ত হয়।

একুওয়েদার বলছে, আজ সকালে রাওয়ালপিন্ডিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। এ ছাড়া তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস আরো বলছে, খেলা শুরুর সময় তথা স্থানীয় সময় সকাল ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর কিছু সময় বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া বৃষ্টির মাঝে রোদের ঝলকানিও দেখা যেতে পারে।

চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে দেখা যায় ঘনকালো মেঘ, জ্বালানো হয় স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ চলার উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দেন।

এসএম