tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৩, ১২:৫৩ পিএম

১০ হাজার শব্দে পোস্ট লেখা যাবে টুইটারে


mcms

বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে টুইটার। বড় বড় সেলিব্রেটি, রাজনীতিবিদের সঙ্গে সাধারণ মানুষও ব্যবহার করছেন এই প্ল্যাটফর্ম। ২০২২ সালের অক্টোবরেই টুইটারের মালিকানা বদলে ইলন মাস্কের হাতে আসে প্ল্যাটফর্মটি।


এবার ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা দিলো টুইটারের সিইও ইলন মাস্ক। এবার টুইটারে ২৮০ ক্যারেক্টার লিখতে পারবেন ব্যবহারকারীরা। স্বাভাবিকভাবেই যাতে সুবিধা হবে মাইক্রো ব্লগিং সাইটের ব্যবহারকারীদের।

এর আগে এই প্ল্যাটফর্মে একসঙ্গে খুব বড় টেক্সট লিখে পোস্ট করা যেত না। অক্ষর ও দুই শব্দের মাঝের স্পেসসহ ১৪০ ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যেত না টুইটারে। সেই সংখ্যা বাড়িয়ে এখন হয়েছে ২৮০।

তবে খুব শিগগির এই সংখ্যা বেড়ে হবে ১০ হাজার। ইলন মাস্ক জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম শিগগির ‘লংফর্ম টুইট’১০ হাজার অক্ষরে নিয়ে যেতে চান তিনি। সম্প্রতি এক ইউটিউবার একটি কোডিং-সম্পর্কিত ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি টুইটারের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। সেখানেই মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে।

এনএইচ