tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১০ মে ২০২৩, ১৯:৫০ পিএম

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা


0

গাজায় দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।


স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় অন্য এক ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ অঞ্চলটির বেশ কিছু স্থানে এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে।

এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। গতকালের হামলার পর গাজা থেকে এটাই পাল্টা হামলা বলে জানানো হয়েছে।

এদিন সকালের দিকে অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এর আগে মঙ্গলবার (৯ মে) ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার (৮ মে) দিনগত রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক ভবনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এমআই