ইবিতে ছাত্রী নির্যাতন : ঘটনার তদন্ত প্রতিবেদন জমা
Share on:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন এ প্রতিবেদন হাইকোর্টে জমা দেন।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা জানান, আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তের স্বার্থে এখন কিছু বলতে পারছি না।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগীরা র্যাংগিংয়ের নামে রাত সাড়ে ১১টা থেকে প্রায় রাত ৩টা পর্যন্ত এক শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। এ সময় তাকে মারধরসহ বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়েছে বলে জানা যায়।
পরে বিচার ও নিরাপত্তা চেয়ে বিরুদ্ধে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।
এদিকে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্ট রুল জারি করেন এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকেও দুটো পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়।
এন