tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ জানুয়ারী ২০২৪, ১৬:২১ পিএম

মানুষের ঈমান ও বিশ্বাসের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে : ড.হেলাল উদ্দিন


Photo News Adv Helal (JDCS 25 Jan 2024) (1)

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষাক্রম বাতিল করে দেশের মানুষের ঈমান ও বিশ্বাসের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।


বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানার উদ্যোগে অসচ্ছল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোনো রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জামায়াত তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাতির যেকোনো দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

গণমানুষের প্রতি সে দায়বদ্ধতা থেকেই আজ আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। অন্যদিকে ক্ষমতাসীন সরকার শীতার্ত মানুষের পাশে না দাঁড়িয়ে অন্যায়ভাবে জুলুম, নিপীড়ন ও শোষণ চালিয়ে যাচ্ছে। দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি শীতার্ত ও দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকার, দাতাসংস্থা ও সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

ড.হেলাল উদ্দিন বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা মেটানোর দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগতকারী এই ফ্যাসিস্ট সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে আওয়ামী সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ট্রানজেন্ডারের নামে সমকামিতার শিক্ষা চাপিয়ে দিয়ে জাতি ধ্বংসের পায়তারা চলছে।

ফ্যাসিবাদী সরকার মানবতার বন্ধু আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ ও বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে।একইসাথে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমীরে জামায়াত সহ দেশের সকল রাজনৈতিক বন্দীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জনগণ তার দাবি আদায় করেই ছাড়বে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও নিউমার্কেট থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য প্রকৌশলী শেখ আল আমিন, নিউমার্কেট থানা সেক্রেটারি গোলাম ছরওয়ার, থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি