tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৪১ পিএম

লিবিয়ার উপকূলে ভেসে এলো শিশুসহ ২৭ লাশ


Migrant-boat-sinks.jpg

অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর লিবিয়ার পশ্চিম উপকূলে ২৮ জনের লাশ ভেসে এসেছে। এরমধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে।


অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর লিবিয়ার পশ্চিম উপকূলে ২৭ জনের লাশ ভেসে এসেছে। এরমধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে।

গত শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে লিবিয়ার উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে লাশগুলো পড়ে থাকতে দেখা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বেশ কয়েকদিন আগে ভূমধ্যসগার পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার অপর তীরেই ইউরোপ। মানবপাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। প্রতিকূল এই যাত্রাপথে দুর্ঘটনাও খুবই সাধারণ ব্যপার।

জাতিসংঘের অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালে সমুদ্রপথে নৌযানডুবিতে মৃত্যু হয়েছে প্রায় ১৫০০ অভিবাসন প্রত্যাশীর। সূত্র: আলজাজিরা, ভয়েস অব আমরিকা।

এইচএন