ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত
Share on:
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে শুক্রবার (৭অক্টোবর) ইসরাইলী বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ বছরের আদেল দাউদও রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমতীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইসরাইলী বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে মারা যান। তার মাথায় সরাসরি গুলি লাগে।
এদিকে রামাল্লার কাছে ইসরাইলী বাহিনীর অপর এক হামলায় আরো এক ফিলিস্তিনী নিহত হয়েছেন। তার নাম মাহদি লাদাদওয়ে (১৯)।
ইসরাইলী বাহিনী বলছে, কালকিলিয়ায় সেনাবাহিনীকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া সন্দেহভাজন একজনের ওপর হামলা চালানো হয়েছে।
তবে অপর হামলা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।
ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পশ্চিমতীর দখলে নেয়ার প্রতিবাদে প্রতি শুক্রবার ফিলিস্তিনীরা এ অঞ্চলের বিভিন্ন জায়গায় মিলিত হয়।
সম্প্রতি পশ্চিমতীরে ইসরাইলি অভিযানে বেশকিছু সংখ্যক ফিলিস্তিনী নিহত হয়েছে।
এন