tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৭ জানুয়ারী ২০২২, ০৮:৪৮ এএম

সাবেক বিচারপতি টিএইচ খানের ইন্তিকালে জামায়াতের শোক প্রকাশ


টিএইচ খান.jpg

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বর্ষিয়ান আইনজীবী ও দেশবরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি টিএইচ খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ জানুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।


সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বর্ষিয়ান আইনজীবী ও দেশবরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি টিএইচ খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ জানুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী বিচারপতি টিএইচ খান ১৬ জানুয়ারি বিকাল ৫টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গিয়েছেন।

তিনি একজন প্রবীণ আইনজীবী হিসেবে দেশের আইন অঙ্গণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে গিয়েছেন। তিনি একজন রাজনীতিবিদও ছিলেন।

দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও পার্লামেন্টারি আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি যে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন তা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তার মৃত্যুতে আইন অঙ্গণে বিরাট শূন্যতা সৃষ্টি হলো। আমি তাঁর ইন্তিকাল গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ১৯৯৫ সালে বিচারপতি টি এইচ খান এশিয়া জোন থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত রুয়ান্ডা ট্রাইব্যুনালের বিচারপতি নির্বাচিত হন।

১৯৯৯ সালের ১৯ জুন মাস পর্যন্ত জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে বিচারকার্য পরিচালনা করেন। অন্যায়, অবিচার ও অনৈতিকতার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

তিনি দেশপ্রেমিক তরুণ আইনজীবীদের কাছে ছিলেন আলোকবর্তিকা স্বরূপ। তিনি দেশে-বিদেশে আইন পেশায় জড়িত থেকে যে বিরাট অবদান রেখে গিয়েছেন জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আমি তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন, আমীন। ( প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন