tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৪, ০৮:৩০ এএম

শাহজালালে আজ থেকে ১৪ দিন সাড়ে তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ


01-1727697470

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।


রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের জন্য রাত একটা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম বন্ধ থাকবে।

শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, ১৪দিন রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।

ওই সময়ে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতোমধ্যেই নোটাম জারি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

যাত্রীদের তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাশাপাশি যাত্রীদের তাদের ফ্লাইট সূচি নিশ্চিত হতে প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টারের ১৩৬০০ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের নিয়মমাফিক কাজের মধ্যে একটি হচ্ছে রানওয়ে রক্ষণাবেক্ষণ। এই সময়ের মধ্যে রানওয়ের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২ সম্পর্কিত কিছু রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। যার মধ্যে রয়েছে রানওয়ের সেন্টারলাইন লাইট, টাচডাউন জোন লাইট, রানওয়ে ১৪ ও ৩২ এর শেষপ্রান্তে স্টপওয়ে লাইটিং সিস্টেম যুক্ত করা এবং রানওয়ের সার্বিক রক্ষণাবেক্ষণ।

আইএলএস ক্যাটাগরি-২ একটি বিমানবন্দরকে কুয়াশা বা তুষারপাতের মতো খুবই নিম্ন বা শূন্য দৃশ্যমানতার মধ্যে উড়োজাহাজের ল্যান্ডিংয়ে সহায়তা করে।

এনএইচ