tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২৪, ১৩:০২ পিএম

জনদুর্ভোগের কারণে ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ ওলামা মাশায়েখের


islami-moha-sommalon-20241107125834
ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে ঢাকায় ইসলামি মহাসম্মেলন। ছবি : সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের কারণে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করা হয়েছে ওলামা মাশায়েশের পক্ষ থেকে।


মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ধন্যবাদ ও দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ এর মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, গতকাল ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে সারা দেশ থেকে যেভাবে আগ্রহভরে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামসহ সর্বস্তরের আলেম ওলামা, দাওয়াত ও তাবলিগের সাথী ও আপামর তৌহিদী জনতা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্বরণীয় হয়ে থাকবে।

মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন। এছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আল আমিনের শুকরিয়া আদায় করছি।

এনএইচ