পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি শাহজাহান খান আর নেই
Share on:
গত ৪ নভেম্বর বিএনপির গণসমাবেশে অংশ নিতে যাওয়ার সময় পটুয়াখালীর গাবুয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য শাহজাহান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সত্তার হাওলাদার।
আবদুস সত্তার বলেন, গত ৪ নভেম্বর রাতে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাহজাহান খান।
এসময় আরও ১০ থেকে ১২ জন আহত হন। পরে শাহজাহান খানকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ঢাকা ল্যাব এইড হাসপাতালেই তিনি মারা যান।
মরহুম শাহাজান খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে গলাচিপা উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে।
এন