tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৩৮ পিএম

ফের দুই বাসের অসুস্থ প্রতিযোগিতা, প্রাণ হারালেন ৩ বাইক আরোহী


Road-Accident.jpg

চাঁদপুর জেলার হাজীগঞ্জে দুই বাসের অসুস্থ প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।


চাঁদপুর জেলার হাজীগঞ্জে দুই বাসের অসুস্থ প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার ( ৩ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যাক্তিরা হলেন- সুজন (৩০) মনির (৩৫) ও সোহাগ (৩৫)।  

স্থানীয় বাসিন্দা বাবলু জানান, নিহতরা মোটরসাইকেল যোগে চাঁদপুর শহরর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন।

এ সময় বোগদাদ বাস তাদের ধাক্কা দেয়। তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।  

তিনি জানান, দুর্ঘটনার সময় রিল্যাক্স ও বোগদাদ বাসের চালক প্রতিযোগিতা করছিলেন। রিল্যাক্সের চালক ওভারট্যাক করার জন্য বার বার চেষ্টা করছিলেন।

কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।   

নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা। 

জানা যায়, দুটি মোটরসাইকেলে করে মোট ৬ জন ঘুরতে এসেছিলেন। অন্য মোটরসাইকেলের ৩ আরোহী বেঁচে আছেন।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটার পর লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।

এইচএন