tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৩, ১৭:৩১ পিএম

‘ওয়েট অ্যান্ড সি’, প্রথম আলোর সম্পাদককে গ্রেফতারের ইস্যুতে আইজিপি


2

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে আইনমন্ত্রী নির্দেশনা বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি।’


রোববার (২ এপ্রিল) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি জানান, আমাদের প্রফেশনাল কিছু বিষয় ছিল। পুলিশ রিলেটেড বিষয়। এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন আইন-কানুন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আমরা প্রফেশনাল ইস্যু নিয়ে ডিসকাস করতে এসেছি।

ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিক গ্রেফতার আছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এটা নিয়ে কোনো কথা হয়নি। এ জিনিসটা আমি বলতে চাচ্ছি না। আমাদের বিভিন্ন আইন-কানুনে যে কার্যক্রম আছে এবং প্রফেশনালি যেসব আইন বিবেচনাধীন, এসব বিষয়ে কথাবার্তা বলেছি। ফুললি প্রফেশনাল ইস্যু।

এছাড়া প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কি না ও তার গ্রেফতার বিষয়ে আইজিপি জানান, এটা দেখেন আপনারা। ওয়েট অ্যান্ড সি।

এন