tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২০ জানুয়ারী ২০২৩, ১৬:০৯ পিএম

কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় শাস্তির মুখোমুখি রোহিতরা


২

হায়দরাবাদে রানবন্যার প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে এসে ১২ রানে জিতেছে ভারত। তবে ম্যাচ জেতার আনন্দের মধ্যে তাদের শুনতে হলো দুঃসংবাদ।


আইসিসির বড়সড় শাস্তির মুখে পড়েছে রোহিত শর্মার ভারত। দলের সব ক্রিকেটারের অর্ধেকের বেশি ম্যাচ ফি কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

কারণ কী? আসলে প্রথম ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত। সবদিক বিবেচনার পরেও ৩ ওভার পিছিয়ে ছিলেন রোহিত শর্মারা। ফলে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের।

রোহিত শর্মার দল পিছিয়ে ছিল ৩ ওভার। ফলে ২০ শতাংশ হারে মোট ৬০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।

ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন। অধিনায়ক রোহিত অপরাধ স্বীকার করে নেওয়ায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

এমআই