tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৪ পিএম

লরি ৪০ ফুট গভীর খাদে পরে নিহত ৩


accident_20240215_124613072

রাঙামাটির চট্টগ্রাম সড়কে লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে গেছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলার কাউখালী উপজেলার সাপছড়ি কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. হানিফ নামে একজনের নাম জানা গেছে। বাকি দুজনের নামপরিচয় জানা যায়নি। আহতরা হলেন সৈকত চাকমা, অটোরিকশাচালক মো. নুরুল আমিন। তাদের মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি চট্টগ্রাম যাচ্ছিল। সাপছড়ি কলাবাগায় এলাকায় পৌঁছার পর চট্টগ্রামগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হন অন্তত চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই আরও দুইজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে নুরুল আমিনকে চট্টগ্রামে পাঠানো হয়।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সকালে সড়ক দুর্ঘটনায় লরি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে তিনজন নিহত হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ