তদন্তের আগে মামলা নয়: আইন মন্ত্রী
Share on:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সতর্ক করে বলেছেন, তদন্তের আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যেন সাংবাদিকদের জড়ানো না হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সতর্ক করে বলেছেন, তদন্তের আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যেন সাংবাদিকদের জড়ানো না হয়।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। অভিযোগ মামলা করার মতো হলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়।
এই আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি মন্তব্য করে তিনি বলেন, এখন কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না।
সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
এইচএন