tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২২, ১৮:২৩ পিএম

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ, প্রার্থীর ভোট বর্জন


নওজব চৌধুরী.jpg

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনে উপনির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী গোলাম নওজব চৌধুরী ভোট বর্জন করেছেন।


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনে উপনির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী গোলাম নওজব চৌধুরী ভোট বর্জন করেছেন।

আজ রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ এনে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের কথা জানান তিনি।

গোলাম নওজব চৌধুরী বলেন, ১২১টি কেন্দ্রের মধ্যে প্রায় সবকটি থেকেই নৌকার কর্মীরা আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তারা ভোটারদের নৌকায় ভোট দিতে জোর করেছে।

এ ছাড়াও তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে নৌকায় ভোট নিয়েছে। এজন্য আমি ভোট বর্জন করেছি। এ সংক্রান্ত একটি চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী ছাড়াও এ আসনে সংসদ সদস্য পদে লড়ছেন আরও ৪ জন। তারা হলেন-

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে খান আহমেদ শুভ,

জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মো. জহিরুল ইসলাম জহির,

বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রীমতি রুপা রায় চৌধুরী (ডাব) ও

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, 'ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।'

এইচএন