tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২৩, ১১:৩৬ এএম

অবরোধের দ্বিতীয় দিনে সারাদেশে ৬ যানবাহনে আগুন


2_20231113_113216318

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের চতুর্থ ধাপে চলমান ৪৮ ঘণ্টার অবরোধ অবরোধের দ্বিতীয় দিন দুর্বৃত্তরা সারাদেশে ছয় যানবাহনে আগুন দিয়েছে বলে জানা গেছে।


সোমবার (১৩ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মোহাম্মদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন দেওয়া যানবাহনের মধ্যে চারটি বাস, একটি লরি ও একটি ট্রাক রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোররাত ১টা ৫ মিনিটে রাজধানীর মুগদা বিশ্বরোড এলাকায় একটি লরিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

এরপর ভোররাত ২টা ৪০ মিনিটে সায়েদাবাদ জনপদ মোড়ে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

মোহাম্মদ আলী আরও বলেন, এ ছাড়াও, আজ সকাল ৯টা ৬ মিনিটে রাজধানীর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে দুর্বৃত্তরা প্রজাপতি পরিবহনের একটি বাসে ও ভোর সাড়ে ৫টায় মিরপুর ৬ নম্বর সেকশনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয়।

আজ ভোররাত ২টা ৪২ মিনিটে ফরিদপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার তথ্যও তিনি জানান।

রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারীর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, লিংক রোডের চাঁদমারী এলাকা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, আজ ভোর ৫টায় দিনাজপুর শহরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই এক ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়িয়ে গেছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ট্রাকে আগুন দেওয়া দুর্বৃত্তদের আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে। তদন্ত শুরু করেছি।

এনএইচ