জাতীয়
প্রকাশনার সময়: ২০ জানুয়ারী ২০২৩, ১৬:৩৬ পিএম
ইজতেমায় মাগরিবের পর বয়ান করবেন ইউসুফ বিন সাদ কান্ধলভী
Share on:
বিশ্ব ইজতেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদ মাগরিবের বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তিনি মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে। তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।
শুক্রবার (২০ জানুয়ারি) টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা একত্রিত হয়েছেন।
করোনাভাইরাসে সৃষ্ট মহামারির কারণে পরপর দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। সে কারণে এবারের ইজতেমা ঘিরে সাধারণ মুসুল্লিদের আগ্রহ অনেকে। অনেকেই মূল সামিয়ানার নিচে স্থান না পেয়ে কামারপাড়া সড়কের পাশের ফুটপাতে পলিথিন টানিয়ে অবস্থান নিয়েছেন।
এমআই