tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:২৯ পিএম

ভারতে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ


ভারত-ওমিক্রন.jpg

গত শনিবার ( ৪ ডিসেম্বর) সংখ্যাটি ছিল মাত্র ৪। গতকাল রবিবার ( ৫ ডিসেম্বর) মধ্যরাতের মধ্যে সংখ্যাটি হয়ে গেছে ২১। এ ঘটনাটি ঘটে চলছে ভারতে ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে।


গত শনিবার ( ৪ ডিসেম্বর) সংখ্যাটি ছিল মাত্র ৪। গতকাল রবিবার ( ৫ ডিসেম্বর) মধ্যরাতের মধ্যে সংখ্যাটি হয়ে গেছে ২১। এ ঘটনাটি ঘটে চলছে ভারতে ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে।

কর্ণাটক এবং গুজরাটের সীমানা ছাড়িয়ে ওমিক্রন পৌঁছে গেছে মহারাষ্ট্র, রাজস্থান এবং দিল্লিতে। মহারাষ্ট্রে ৭ জন ওমিক্রন সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে।

রাজস্থানে ৯ জনের দেহে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে। দিল্লিতে আক্রান্ত হয়েছে ১ জন।

বিশেষজ্ঞদের ধারণা, আজ সোমবার ( ৬ ডিসেম্বর) মধ্যরাতের মধ্যে সংখ্যাটি বাড়বে।

রাজস্থানে যে ৯ জনের দেহে ভাইরাসের সন্ধান মিলেছে তাদের মধ্যে ৪ সদস্যের একটি এনআরআই পরিবার আছে। এরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা।

মহারাষ্ট্রে ৭ জনের মধ্যে নাইজেরিয়া ফেরতরাও আছেন। চিকিৎসকরা অনুমান করছেন, বিদেশ সফরের সময়ই এরা ভাইরাসের সংস্পর্শে এসেছেন।  

এর প্রেক্ষিতে গতকাল রবিবার ( ৫ ডিসেম্বর) রাত থেকে দেশের সব বিমানবন্দরে চেকিং আরও কড়া  হয়েছে।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসও এসেছিলো বিদেশ থেকে। দিল্লিতে  ওমিক্রন আক্রান্ত যে ব্যক্তির সন্ধান মিলেছে তার বয়স ৩৩ বছর।

তিনি সম্প্রতি তানজানিয়া গিয়েছিলেন। সেখানেই সংক্রমিত হয়েছেন বলে অনুমান। রাজস্থানে যে এনআরআই পরিবারটি ওমিক্রন সংক্রমিত তারা একটি পারিবারিক বিয়ের উৎসবে এসেছিলো।

একশ জন আমন্ত্রিত ছিলেন ওই পার্টিতে। সবাইকেই  কোয়ারেন্টিনে  রাখা হচ্ছে।

মহারাষ্ট্রের পুনেতে ৪৪ বছর বয়স্কা এক মহিলা নাইজেরিয়া থেকে এই ভাইরাস নিয়ে এসেছেন বলে চিকিৎসকরা সন্দেহ করছেন।

ভারতে ওমিক্রনের এই বিস্তার চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তাদের কপালে।

আজ সোমবার ( ৬ ডিসেম্বর) এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের এক বৈঠকও ডাকা হয়েছে। 

এইচএন