tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৭ পিএম

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু


Dengue1

বাংলাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ১৪১ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৬৯৫ জন। এরমধ্যে মারা গেছেন ২৬৩ জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ২২০ জন।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

এন