শীতার্ত মানুষের কল্যাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি সরকার: সেলিম উদ্দিন
Share on:
রাজধানী ঢাকাসহ সারাদেশের শীতার্ত দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসার জন্য সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
রাজধানী ঢাকাসহ সারাদেশের শীতার্ত দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসার জন্য সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল সোমবার ( ৩ জানুয়ারি) তিনি রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানা আয়োজিত স্থানীয় ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমির মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য লিয়াকত আলী, মো: হাসানুল বান্না চপল, মো: জামাল উদ্দীন, মোশারফ হোসেন প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, সারাদেশে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড শীত পড়েছে। দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। এমতাবস্থায় দেশের দরিদ্র সাধারণ জনগণ, শ্রমজীবী ও প্রান্তিক মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন।
ঠাণ্ডা আবহাওয়ার কারণে একদিকে শীত বাড়ছে, অন্যদিকে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে দরিদ্র লোকদের মধ্যে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকল মানুষের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরা স্থানীয় হিন্দু ভাইদের মধ্যেও সমানভাবে শীতবস্ত্র বিতরণ করছি।
তিনি আরো বলেন, জনগণের যেকোনো সমস্যার সমাধান করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু শীতের প্রকোপে সারাদেশে প্রান্তিক জনগোষ্ঠী কষ্ট পেলেও সরকার শীতার্ত মানুষের কল্যাণে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এইচএন