tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ১১:১৪ এএম

ফরিদপুরে কুকুরের কামড়ে আহত ৩৫


faridpur-2023

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে এক দিনে কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন।


শুক্রবার (১৭ মার্চ ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার সোলাকুন্ডু গ্রামে এই তাণ্ডব চালায় কুকুরটি।

আহতদের মধ্যে অধিকাংশ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে ভ্যাক্সিন।

সোলাকুন্ডু গ্রামের মোহাম্মদ হাবিব জানান, কৈজুরী ইউনিয়ন থেকে আসা একটি কুকুর গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নানা বয়সী মানুষকে কামড় দেয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরে কামড়ানো এই রোগীদের সামলাতে হিমশিম খায় নার্স ও ওয়ার্ড বয়রা। গুরুতর আহত রোগীদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির হাসান জিসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কমপক্ষে ৩৫ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

এন