tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৫ পিএম

বিপিএল : ফাইনালে পারফর্ম করবে নগরবাউল-ওয়ারফেজ


0000

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে। আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হবে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের এই ঘরোয়া ক্রিকেট লিগ।


ফাইনাল ম্যাচ শুরুর পূর্বে জমকালো এক সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।

এর বাইরেও কেউ থাকছে কি না এর জবাবে সুজন বলেন, এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি।

ফাইনালের দিন বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে তিনি বলেন, আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।

এন