tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ০৪ অগাস্ট ২০২৩, ০৯:৫৪ এএম

মুক্তির অনুমতি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’


1

অবশেষে মুক্তির অনুমতি মিললো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।


বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আনকাট সেন্সরে ছাড়পত্র পেয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় জানান ভারতেও ছবিটির সেন্সর প্রক্রিয়াধীন আছে ।

সিনেমাটির ১ম ধাপের শুটিং শুরু হয়েছিলো ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। ১৮ ডিসেম্বর বাংলাদেশে তা শেষ হয়েছিলো।

গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১ম পোস্টার, ৩রা মে ২য় পোস্টার এবং সবশেষ ১৯ মে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়।

ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

ছবিটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফেরদৌস আহমেদ, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশ সমান। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এবার মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায়। বাংলাদেশের পাশাপাশি ভারতেও সিনেমাটি মুক্তি পাবে ।

এন