tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৪ জুলাই ২০২৪, ১০:৪০ এএম

নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন : পররাষ্ট্রমন্ত্রী


hassan-2407031656

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ভারতের আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি।


ভারতের সাথে সুসম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর।

চলতি মাসের ৮ তারিখ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ভারত সফরের পরই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সফরটি নিয়ে রয়েছে নানা আলোচনা। চীন সফরের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক দিল্লী সফরের সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি।

ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেই বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক গড়তে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় বিএনপির মুখে দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না।

এসএম