tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০১ জুলাই ২০২২, ২০:০৭ পিএম

পদ্মা-যমুনা-ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির পূর্বাভাস, ফের বন্যার শঙ্কা


নদী

আগামী ২৪ ঘণ্টায় যমুনা-ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। উভয় নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে।

দেশের উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে ৬১টিতে পানি সমতল বেড়েছে, কমেছে ৪১টিতে অপরিবর্তিত রয়েছে ৭টিতে।

বর্তমানে বন্যাক্রান্ত জেলার সংখ্যা ৬। ৭টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমআই