tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৮ অগাস্ট ২০২৩, ১১:৩৫ এএম

বিজেপি সভাপতির সঙ্গে বৈঠকের পর যা জানালেন তথ্যমন্ত্রী


image-234776-1691471096

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে সফররত আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।


সোমবার (৭ আগস্ট) জেপি নাড্ডার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দীর্ঘ সময় ধরে বিজেপি সভাপতির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা বিজেপি সভাপতির সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, অতীতে দেশ দুটির অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। আমরা আশা করছি এ সম্পর্ক আগামী দিনে আরও এগিয়ে যাবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অ্যারোমা দত্ত এমপি ও সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান।

এনএইচ