tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ জানুয়ারী ২০২৪, ১২:৫৭ পিএম

ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৪ আন্তর্জাতিক ফ্লাইট


glight_20240105_120919138

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোর থেকে প্রায় চার ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এই সময় চারটি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা ছিল।


শুক্রবার (০৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

কামরুল জানান, ঘন কুয়াশার কারণে আজ ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি যাত্রীবাহী ফ্লাইট ও একটি কার্গোবিমান অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো ডাইভার্ট করে কলকাতা ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে সকাল ৯টার পর থেকে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরতে শুরু করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটগুলো ডাইভার্ট করায় কয়েকশ যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে।

এনএইচ