tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৩, ২২:২৬ পিএম

ইংল্যান্ডকে স্তব্ধ করে ইতিহাস গড়ল আফগানিস্তান


e

আফগানিস্তান—বিশ্ব ক্রিকেটে উদীয়মান এক শক্তি। সময়ের সঙ্গে দলটি যেন আরও পরিণত। এবার সুযোগ বুঝে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে রশিদ-নবীরা। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা।


রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯ ওভার পাঁচ বলে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৪ রান তোলে আফগানিস্তান। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৪০ ওভার তিন বলে উইকেট সব হারিয়ে ২১৫ রান তোলে ইংল্যান্ড।

এটি বিশ্বকাপ ইতিহাসে আফগানদের দ্বিতীয় জয়। আফগানিস্তানের ক্রিকেটে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বলা চলে। এর আগে ২০২৫ সালে তারা স্কটল্যান্ডকে হারিয়েছিল।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু করে ইংল্যান্ড। দলীয় তিন রানে দলটি হারায় ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট। ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। চার বলে দুই রানের বেশি করতে পারেননি তিনি।

এরপর শুরুর চাপ সামলে থিতু হওয়ার আগেই দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। এবার সাজঘরে ফেরেন জো রুট। মুজিবের বলের বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ডানহাতি এই ব্যাটার। তার ব্যাট থেকে আসে ১৭ বলে ১১ রান।

এরপর দাভিড মালানকে নিয়ে জুটি গড়েন হ্যারি ব্রুক। তবে, সেই জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৬৮ রানে মালানের বিদায়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। ৩৯ বলে ৩২ করে নবীর বলে জাদরানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ড এরপর বাটলার ও লিভিংস্টোনের উইকেট হারিয়ে বিপদ আরও বাড়ায়। সব মিলিয়ে ১১৭ রানের মাঝেই পাঁচ উইকেট হারায় ইংলিশরা। এরপর লেজের সারির ব্যাটারা চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষমেশ ২১৫ রানে থামে ইংলিশরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় আফগানিস্তানের। দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলেন গড়েন ১১৪ রানের জুটি। আফগানদের এমন শুরু দেখে মনে হচ্ছিল বড় স্কোর গড়তে যাচ্ছে দলটি। তবে, দলীয় ১১৪ রানের মাথায় আদিল রশিদের বল তুলে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন জাদরান। ৪৮ বলে ২৮ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।

এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। দলীয় ১২২ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপরই দ্রুত আরও চার উইকেট হারায় আফগানিস্তান। তবে, মাঝে রশীদ-ইকরামদের ব্যাটিংয়ে ভর করে বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান। যদিও ইংল্যান্ড বোলারদের দাপটে স্কোর বোর্ডে ৩০০ রান না তুলতে পারলেও নিজেদের সামর্থ্যের জানানটা বেশ ভালোভাবেই দিয়েছে আফগানরা। শেষমেশ সব উইকেট হারিয়ে ২৮৪তে থামে আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ৪৯.৫ ওভারে ২৮৪/১০ (গুরবাজ ৮০, জাদরান ২৮, রহমত ৩, শাহিদী ১৪, ওমরজাই ১৯, ইকরাম ৫৮, নবী ৯, রশিদ ২৩, মুজিব ২৮, নবীন ৫, ফারুকী ২; ওকস ৪-০-৪১-০, টপলি ৮.৫-১-৫২-১, কারান ৪-০-৪৬-০, রশিদ ১০-১-৪২-৩, উড ৯-০-৫০-২, লিভিংস্টোন ১০-০-৩৩-১, রুট ৪-০-১৯-১)

ইংল্যান্ড : ৪০.৩ ওভারে ২১৫/১০ (বেয়ারস্টো ২, মালান ৩২, রুট ১১, ব্রুক ৬৬, বাটলার ৯, লিভিংস্টোন ১০, কারান ১০, ওকস ৯, রশিদ ২০, উড ১৮, টপলি ১৫; মুজিব ১০-১-৫১-৩, ফারুকী ৭-০-৫০-১, নবীন ৬-১-৪৪-১, নবী ৬-০-১৬-২, রশিদ ৯.৩-১-৩৭-৩, ওমরজাই ২-০-১৩-০)

ফলাফল : আফগানিস্তান ৬৯ রানে জয়ী।