tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২২, ১০:৫৪ এএম

রুশ বাহিনীর বিরুদ্ধে আশ্রয় কেন্দ্রে হামলার অভিযোগ


রুশ হামলা

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি থিয়েটারে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ মারিউপোল শহরের ওই থিয়েটারে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছে দেশটি। তাৎক্ষণিকভাবে অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


বৃহস্পতিবার (১৭ মার্চ) ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। রাশিয়া অবশ্য এই হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

মারিউপোল সিটি কাউন্সিল জানিয়েছে, বুধবার শহরের একটি থিয়েটারে বিমান হামলার ঘটনা ঘটে। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে থিয়েটারটি বেসামরিক মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং শত শত মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। হামলার পর অবশ্য তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি সিটি কউন্সিল।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর মারিউপোল শহরের ওই থিয়েটার ভবনে বহু মানুষ আটকা পড়েছেন। একইসঙ্গে রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্যও অভিযুক্ত করেছে তারা।

অন্যদিকে বেসামরিক আশ্রয়কেন্দ্রে হামলা করার কথা অস্বীকার করেছে রাশিয়া। রুশ বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিউপোল শহরের থিয়েটার ভবনটিতে হামলার কথা অস্বীকার করেছে এবং আজভ ব্যাটালিয়ন নামে ইউক্রেনের একটি অতি-ডানপন্থী মিলিশিয়াকে হামলার জন্য অভিযুক্ত করেছে।

এছাড়া রাজধানী কিয়েভের আবাসিক ভবনগুলোতে রুশ সেনারা হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ইউক্রেনের সরকারি সম্প্রচারমাধ্যম সাসপিলনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে লাইনে দাঁড়িয়ে রুটির জন্য অপেক্ষা করার সময় রুশ বাহিনীর হামলায় ১০ জন নিহত হয়েছেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে বলেছে, চেরনিহিভ শহরে রাশিয়ার কোনো সৈন্য নেই। তাদের দাবি, নৃশংস এই ঘটনা হয় ইউক্রেনীয় বাহিনী না হয় পুরো ঘটনাটি ইউক্রেনীয় গোয়েন্দাদের মাধ্যমে ঘটানো হয়েছে।

এমআই