tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ মে ২০২২, ২০:১৩ পিএম

প্রতিশোধ নেওয়ার হুমকি দিল ইরান


image-554147-1653314022

ইরানের রাজধানী তেহরানে রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল সাঈদ খোদাইকে গুলি করে হত্যা করা হয়।


মোটরসাইকেল থেকে তাকে পাঁচটি গুলি করা হয়। কাজ শেষ করে নিজ গাড়িতে করে বাড়ির গেটের কাছে আসার পরপরই তাকে গুলি করা হয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার হুমকি দিয়েছেন, কর্নেল সাঈদের হত্যার প্রতিশোধ নেবে ইরান।

ইরান এ হত্যাকান্ডকে বৈশ্বিক ঔদ্ধতার অংশ হিসেবে অভিহিত করেছে। 

বৈশ্বিক ঔদ্ধতা কথাটি ইরান ব্যবহার করে যুক্তরাষ্ট্র, এর মিত্র এবং ইসরাইলকে বোঝাতে।

প্রতিশোধ নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট রাইসি বলেন, হত্যাকারীদের ধরতে অফিসারদের আমি নির্দেশ দিয়েছি। আমার কোনো সন্দেহ নেই এই মহান শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেবই। 

প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই এই অপরাধে ‘বৈশ্বিক ঔদ্ধতার’ হাত রয়েছে।

এদিকে কর্নেল সাঈদকে এমন সময় হত্যা করা হলো যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তিটি নতুন করে করার জন্য আলোচনা চলছে। 

২০২০ সালে শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পর কর্ণেল সাঈদের হত্যাকান্ডটি সবচেয়ে বড় ঘটনা।