tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ০১ অগাস্ট ২০২২, ১১:২১ এএম

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ : ভারতীয় অভিনেতার আত্মহত্যা


Indian Actor

আত্মহত্যার প্রবণতা ভারতীয় মডেল ও অভিনয়শিল্পীদের মধ্যে বেড়েই চলেছে। গত কয়েকমাসে বেশ কয়েকজন ভারতীয় অভিনয়শিল্পীর রহস্যময় মৃত্যু হয়েছে।


বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় একের পর এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে এসব মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে পুলিশ।

কেরালা পুলিশ এবার মালায়লাম ইন্ডাস্ট্রির এক অভিনেতার মরদেহ উদ্ধার করেছে। তার নাম সারথ চন্দ্রন। তিনি কেরালার কক্কড়ে থাকতেন। 

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৩৭ বছর বয়সি এ অভিনেতা আত্মহত্যা করেছেন। 

কারণ, অভিনেতার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।  সেখানে সারথ লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

তবে কী কারণে সারথ আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, তার কারণ জানাতে পারেনি পুলিশ। 

তবে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অবসাদের কারণে সারথ এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের। 

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সারথ অবসাদে ভুগছিলেন।

এদিকে সারথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম ছবির দুনিয়ায়।  তার আত্মহত্যার খবরে কার্যত হতবাক ইন্ডাস্ট্রির অনেকে।

প্রসঙ্গত, কয়েকটি মালায়লাম সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সারথ চন্দ্রন। এর মধ্যে রয়েছে ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো জনপ্রিয় সিনেমা। তথ্যসূত্র: জি নিউজ।

এইচএন