ইউক্রেন ইস্যুতে পুতিনের হুশিয়ারি
Share on:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে বিদেশী হস্তক্ষেপকে রাশিয়ার জন্য হুমকি বলে মনে করেন। এ বিষয়ে বিদেশী শক্তিগুলিকে সতর্ক করে পুতিন বলেন, রাশিয়ার জন্য কৌশলগত হুমকি সৃষ্টি করলে মস্কোও দ্রুত পাল্টা জাবাব দিবে।
সেন্ট পিটার্সবার্গে রুশ আইনপ্রণেতাদের সাথে আলাপকালে বুধবার (২৭ এপ্রিল) তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন বলে রুশ গণমাধ্যম স্পুটুনিক খবর প্রকশ করেছে।
ইউক্রেনকে রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার জন্য বিদেশী শক্তিকে অভিযুক্ত করে পুতিন বলেন, ডনবাস প্রজাতন্ত্র এবং ক্রিমিয়ার উপর সাম্প্রতিক পদক্ষেপে পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে উষ্কে দিচ্ছে। তারা ইউক্রেনকে "রাশিয়া বিরোধী" করতে রুসোফোব এবং নব্য-নাৎসিদের ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনে জৈব-ল্যাবরেটরির সম্প্রসারণ, পারমাণবিক অস্ত্র রাখার অধিকার সুরক্ষিত করার জন্য কিয়েভের প্রচেষ্টা এবং ইউক্রেনে অস্ত্রের ক্রমাগত চালান সবই বিদেশী শক্তিগুলির কুট পরিকল্পনার অংশ। এসময় দ্রুত এর পাল্টা জাবাব দেওয়া হবে বলে পুতিন হুশিয়ারি দেন।
উল্লেখ্য, ডনবাসবাসীর দুর্ভোগের অবসান ঘটাতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
এমআই