tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১০ জানুয়ারী ২০২২, ১৬:০৯ পিএম

বৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে, বাড়বে শীত


বৃষ্টি১.jpg

পৌষ মাসের ২৬ তারিখ চলছে শীতকাল। বাংলাদেশের তাপমাত্রা বাড়াতে কয়েক দিন ধরে শীতের অনুভূতিও কম লাগছে।


পৌষ মাসের ২৬ তারিখ চলছে শীতকাল। বাংলাদেশের তাপমাত্রা বাড়াতে কয়েক দিন ধরে শীতের অনুভূতিও কম লাগছে।

তবে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পূর্বাভাস থাকায় শীতের প্রকোপ বাড়তে পারে বলতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আকাশে মেঘ দেখা যাবে। বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে যাবে। এর কারণে শীত বাড়বে।

তিনি আরও বলেন, বৃষ্টির পরে সারাদেশে না হলেও দু-এক জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে।

বর্তমানে দেশের তাপমাত্রা ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানান কামাল মল্লিক।

এইচএন