tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০ পিএম

মধুবালার সাথে নিজেকে তুলনা করে ফের বিতর্কিত কঙ্গনা


000

বেফাঁস মন্তব্যের জন্য বছর জুড়েই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এবার সিনেমা জগতের চিরন্তন সুন্দরী মধুবালার সাথে নিজেকে তুলনা করে নতুন করে বিতর্কিত হয়েছেন এই কন্টোভার্সি কুইন।


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মধুবালার মৃত্যুবার্ষিকীতে একটি কোলাজ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

এ ছবিতে জনপ্রিয় অভিনেত্রী মধুবালার একটি সাদা-কালো ছবির সাথে কঙ্গনা নিজের একটি ছবি কোলাজ করে ক্যাপশনে লিখেন, ‘দর্শকরা চান আমি পর্দায় দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি।’

মধুবালার সৌন্দর্যের সাথে নিজের রূপের তুলনা করে লিখেন, ‘আমি যখন কাজ শুরু করি, তখন মধুবালার ছোটবেলার মতো ছিলাম। যদিও আমি এখন এ বিষয়ে নিশ্চিত নই।’

কঙ্গনার এমন মন্তব্যে নেটিজেনরা কেউ হাসছেন, কেউ কান্নার ইমোজি দিয়ে লিখেন, ‘হে ভগবান! এবার হয়তো মধুবালার বায়োপিকে অভিনয় করবেন কঙ্গনা!’

আরেক কমেন্টকারী লিখেছেন, ‘কঙ্গনার মুখে এমন কথা শুনে মধুবালা স্বর্গে আয়নায় নিজের মুখটা হয়তো আরেকবার দেখে নিলেন!’

কেউ কেউ আবার রাগ প্রকাশ করে লিখেছেন, ‘কঙ্গনার কত বড় স্পর্ধা।’

প্রসঙ্গত, ভারতীয় সিনেমার জনপ্রিয় ভারতীয় মধুবালার আসল নাম মমতাজ জাহান দেহলভি। ১৯৪২ সালে খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে ১৯৪৭ সালে নীলকমল সিনেমায় নায়িকা হিসেবে পর্দায় হাজির হন মধুবালা। এ ছবিতে বেগম পারা এবং রাজ কাপুরও ছিলেন।

মধুবালার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- আমার (১৯৫৪), মহল (১৯৪৯), বাদল (১৯৫১), তারানা (১৯৫১), মিস্টার অ্যান্ড মিসেস ’৫৫ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮) ), হাফ টিকিট (১৯৬২), হাওড়া ব্রিজ, কালা পানি (১৯৫৮), বারসাত কি রাত (১৯৬০) প্রভৃতি।

এন