tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২২, ২০:০৫ পিএম

জাপোরিঝিয়াতে ব্যাপক গোলাবর্ষণ, নিহত ৯


হামলা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া শহরের উপকণ্ঠে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে অন্তত নয়জন নিহত ও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের ডেপুটি মেয়র আনাতোলি কুর্তিয়েভ।


শনিবার কুর্তিয়েভ এক অনলাইন পোস্টে জানায়, সেনাবাহিনী সেখানে ৩৮ ঘণ্টার কারফিউ জারি করেছে। এদিকে রাশিয়ান বাহিনী সেখানে মর্টার, ট্যাংক, হেলিকপ্টার ও রকেট সিস্টেম দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ শনিবার এই তথ্য জানান।

ইগর কোনাশেনকভ বলেন, মস্কো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করে দিয়েছে। ওই গুদামে ক্ষেপণাস্ত্র এবং ইউক্রেনের সেনাদের বিমানের গোলাবারুদ ছিল বলে তিনি তিনি দাবি করেন।

এর আগে রাশিয়া কখনও যুদ্ধক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেনি।

রাশিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ হামলায় ব্যবহার করা হয়েছে কিনজাল ক্ষেপণাস্ত্র। এটি ২ হাজার কিলোমিটারের (১২৪২ মাইল) বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোনো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে।

উল্লেখ্য, সাধারণত হাইপারসনিক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক নিচু দিয়ে লক্ষ্যের দিকে উড়ে যায়। এসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পাঁচ থেকে নয় গুণ বেশি গতিতে।

এমআই