tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২১, ২০:০৭ পিএম

লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক কোহলি


কোহলি.jpg

কোহলির ১০টি শূন্যের মধ্যে ৬টি দেশের মাটিতে। ভারতের আর কোনো অধিনায়কের টেস্টে এত বার শূন্য রানে আউট হওয়ার নজির নেই।


ভারতীয় অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড করলেন বিরাট কোহলি। টেস্ট অধিনায়ক হিসেবে ১০ বার শূন্য রানে আউট হলেন তিনি।

কোহলির ১০টি শূন্যের মধ্যে ৬টি দেশের মাটিতে। ভারতের আর কোনো অধিনায়কের টেস্টে এত বার শূন্য রানে আউট হওয়ার নজির নেই।

দেশের মাটিতে শূন্য রানে আউট হওয়ার হিসেবেও সবাইকে টপকে গিয়েছেন কোহলি।

সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ে প্রথম ইনিংসে শূন্য রান করে আউট হন কোহলি। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি।

মাঠের মধ্যেই আম্পায়ারের সাথে তর্কে জড়ান কোহলি। সাজঘরে ফেরার পরেও হতাশ দেখায় তাকে।

ভারত অধিনায়কদের মধ্যে কোহলির পরে রয়েছেন মনসুর আলি খান পতৌদি। তিনি ৫ বার শূন্য রানে আউট হয়েছেন। ৫ বারই দেশের মাটিতে। তাকে টপকে গেলেন কোহলি।

মহেন্দ্র সিংহ ধোনি ও কপিল দেব অধিনায়ক হিসেবে টেস্টে ৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

ওয়াংখেড়েতে প্রথম দিন ৩০তম ওভারে আজাজ পেটেলের বলে কোহলিকে আউট দেন আম্পায়ার অনিল চৌধুরী। সাথে সাথে রিভিউ নেন কোহলি। তার ধারণা ছিল বল আগে ব্যাটে লেগে তার পরে প্যাডে লেগেছে।

কিন্তু রিভিউতে দেখা যায় প্রায় একইসাথে বল ব্যাটে ও প্যাডে লেগেছে। থার্ড আম্পায়ার নিশ্চিত না হওয়ায় মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।

আউট হওয়ার পরে দেখা যায় মাঠের মধ্যেই আম্পায়ারের সাথে তর্ক করছেন কোহলি। পরে সাজঘরে ফিরে কোচ রাহুল দ্রাবিড়ের পাশে বসে রিপ্লে দেখেন ভারত অধিনায়ক।

তখনো তাকে দেখা যায় সিদ্ধান্তে খুশি হতে পারেননি। হতাশ দেখায় দ্রাবিড়কেও। তিনিও যেন বিশ্বাস করতে পারছিলেন না কীভাবে আউট দেয়া হলো কোহলিকে।

এইচএন