tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫০ পিএম

তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি


কুয়াশা১.jpg

সারা দেশে আজ রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।


সারা দেশে আজ রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

আজ শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে। 

শুক্রবার সকাল থেকে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে আকাশে রোদের ঝিলিক দেখা গেছে।  দিনের বেলায় আগামী এক সপ্তাহ এমন আবহাওয়া বজায় থাকতে পারে।

আজ শেষ রাত থেকে কাল সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া গণমাধ্যমকে বলেন, রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা বাড়বে। ফলে শীত কিছুটা বাড়তে পারে।

তবে ১৬ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে।

ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। কাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৪ মিনিটে।

এইচএন