জাতীয়
প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৮ পিএম
আগামীতে জেট ফুয়েল ও ফার্নেস তেলের দাম নির্ধারণ করবে বিইআরসি
Share on:
এতদিন জেট ফুয়েলের মূল্য সরকারের নির্বাহী আদেশে নির্ধারিত হয়ে এলেও আগামীতে এই মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাস থেকে বিইআরসি কর্তৃক জেট ফুয়েল ও ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হবে।
এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩১ আগস্ট) ডিজেল-কেরোসিনের দাম ১টা ২৫ পয়সা ও পেট্রোল-অকটেনের দাম ৬ টাকা কমানো হয়।
এমএইচ